আলমডাঙ্গায় উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে রথযাত্রা পালিত

আলমডাঙ্গা ব্যরো: প্রতি বছরের ন্যায় এ বছরও আলমডাঙ্গায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব রথযাত্রা। আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় এ সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব রথযাত্রা। শ্রী শ্রী সার্বজনিন পূজা মন্দির কমিটির আয়োজনে গতকাল রোববার বিকেল সুসজ্জিত রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সুদর্শন চক্র মূর্তি বসিয়ে দেবতাদের পূজা সম্পন্ন পূর্বক রথ টানা হয়। গতকাল রোববার শ্রী শ্রী সার্বজনিন পূজা মন্দির রথতলা থেকে টানা রথ যাত্রায় প্রতি বছর ন্যায় হাজার হাজার পূণ্যার্থীর অংশগ্রহণ করেন। রথযাত্রা উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম, পৌর মেয়র আলহাজ মীর মহিউদ্দিন, সাংবাদিকশাহ আলম মন্টু, সুনিল কুমার অধিকারী, ডা. অমল কুমার বিশ্বাস, চাঁন কুমার আগরওয়ালা, প্রশান্ত অধিকারী, কিশোর কুমার কুণ্ডু, পরিমল কুমার কালু ঘোষ, বিশ্ব জিৎ কুমার সাধুখাঁ, রাজ কুমার, ইন্দ্রজিৎ দেব শর্মা, শুম্ভু নাথ জালান, শুবাসদত্ত ব্যানার্জী, রতন কুমার পাল, শিব নারায়ণ ভৌতিকা, বিদ্যুৎ সাহা,পবন ভৌতিকাবিপুল সাহা, পলাশ আচার্য্য, মদন সাহা, জয় বিশ্বাস, সুদাস ব্যানার্জি প্রমুখ।