অর্থ আত্মসাৎ ও ক্রীড়াঙ্গনের ভবিষ্যত নিয়ে মেহেরপুরে সংবাদ সম্মেলন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে সরকারি অর্থ আত্মসাৎ ও ক্রীড়াঙ্গনের ভবিষ্যত নিয়ে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকেএম আতাউল হাকিম লাল মিয়া। এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ার হোসেন শাহী, আক্কাস আলী, সৈয়দ আরিফুল ইসলাম প্রমুখ।

গতকাল রোববার বেলা সোয়া ১০টায় বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় সংবাদিকদের উপস্থিতিতে লিখিত বক্তব্যে কেএম আতাউল হাকিম লাল মিয়া বলেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সালেহ উদ্দিন আবলু’র বিরুদ্ধে জেলা ক্রীড়া সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। সাবেক সাধারণ সম্পাদক সালেহ উদ্দিন আবলু জেলা ক্রীড়া সংস্থার তহবিলের ২ লাখ ২২ হাজার ৪০৫ টাকা এবং টিআর প্রকল্পের আরো ২ লাখ টাকা সর্বমোট ৪ লাখ ২২ হাজার ৪০৫ টাকা আত্মসাৎ করেছেন। যা জেলা ক্রীড়া সংস্থার নিরীক্ষা কমিটির প্রতিবেদনে বের হয়ে এসেছে। এঘটনার পর টাকা ফেরত দেয়ার কথা বলা হলেও তিনি টাকা ফেরত দেননি। পরবর্তীতে জেলা প্রশাসকের নির্দেশে তার বিরুদ্ধে একটি সার্টিফিকেট মামলা করা হয়। কেএম আতাউল হাকিম লাল মিয়া আরো বলেন, সরকারিভাবেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে সাবেক সাধারণ সম্পাদক সালেহ উদ্দিন আবলু দোষী প্রমাণিত হন। তাকে জেলা ক্রীড়া সংস্থার আইনে ১২ বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হয়। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অর্থ আদায়সহ বিষয়টি দ্রুত সমাধান করে ক্রীড়াঙ্গনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়।