আলমডাঙ্গার মধুপুরে পূর্ব শত্রুতাবশত পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ : উত্তেজনা

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার মধুপুরে মধ্যরাতে কে বা কারা পুকুরে শত্রুতামূলক বিষ ঢেলে মাছ নিধন করে পালিয়েছে। এ ঘটনায় মৎস্যচাষি তারই প্রতিপক্ষ মুক্তার সর্দারকে দায়ি করে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। গ্রামে উত্তেজনা ছড়িয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার মধুপুর গ্রামের মৃত সামছুদ্দিন ম-লের ছেলে মৎস্যচাষি ছানোয়ার হোসেন। তিনি জানান, বাড়ির সাথেই বিশালাকার পুকুরে মাছচাষ করেন তিনি। গতপরশু মধ্যরাতে এ পুকুরে শত্রুতাবশত বিষ ঢেলে আনুমানিক ৩লাখ টাকার মাছ নিধন করে তাকে ক্ষতিগ্রস্থ করেছে। গতকাল মঙ্গলবার সকালে পঁচা দুর্গন্ধ বাতাসে তার ঘুম ভেঙে যায়। পুকুরে এ করুণ দৃশ্য তার নজরে পড়তেই তিনি দিশেহারা হয়ে পড়েন। পরিবারে ছড়িয়ে পড়ে কান্নার আহাজারি। এ সময় গ্রামবাসীর উপস্থিতিতে মরা মাছ পানি থেকে তুলে গ্রামবাসীর পরামর্শে কয়েকটি মৎস্য আড়তে বিক্রির জন্যে পাঠান বলে তিনি জানান। বিষ প্রয়োগে মাছ মরে মৎস্যচাষির আনুমানিক ৩লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন।