আফগানিস্তানে আত্মঘাতী হামলায় গভর্নরসহ ১২ জন নিহত

মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ কুন্দুজের মসজিদে এক আত্মঘাতী হামলায় একজন জেলা গভর্নর ও দশ বেসামরিক নাগরিকসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গভর্নরের এক দেহরক্ষীও রয়েছেন। গত বৃহস্পতিবার মারা যাওয়া স্থানীয় এক বয়স্ক ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে শুক্রবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন বিবিসির আফগানিস্তান প্রতিনিধি। উপস্থিত হয়েছিলেন জেলা গভর্নর। এ হামলায় আরও ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত গভর্নরের নাম শেখ সদরুদ্দিন। তিনি ২০০২ সাল থেকে আর্চির গভর্নর হিসেবে দায়িত্বপালন করছিলেন। জেলায় তালেবানদের বিরুদ্ধে লড়াইয়েও নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র এনায়েতুল্লাহ খলিল বলেছেন, একটি মসজিদে কর্মকর্তারা নামাজ পড়ার সময় এক আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়। আর্চি জেলার অধিকাংশ এলাকা তালেবানের নিয়ন্ত্রণাধীন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *