কাশ্মীরে পাঁচ জঙ্গি নিহত

মাথাভাঙ্গা মনিটর: পদোন্নতি ও নগদ অর্থ পুরস্কার পাওয়ার লোভে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বেসামরিক নাগরিকদের ঠাণ্ডা মাথায় হত্যা করার অভিযোগ রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। ভারত শাসিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গোথে সংঘর্ষে অন্তত পাঁচ জঙ্গি নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। ওই বনে টহলরত আধাসামরিক বাহিনী ও পুলিশের একটি দলের ওপর অতর্কিত গুলিবর্ষণ করে একদল জঙ্গি। এতে দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলি শুরু হয়ে যায়। পরে ওই পাঁচ জঙ্গিকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। এ হত্যাকাণ্ডের বিষয়ে মানবাধিকার গোষ্ঠীগুলো প্রশ্ন তুলেছে। তিনি জানান, এ এলাকায় আগে সংঘটিত বেশ কয়েকটি ঘটনার তদন্ত করে কর্মকর্তারা দেখতে পেয়েছেন, পদোন্নতি ও নগদ অর্থ পুরস্কার পাওয়ার লোভে সাজানো বন্দুক যুদ্ধের নাটক সাজিয়ে বেসামরিক নাগরিকদের ঠাণ্ডা মাথায় হত্যা করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ১৯৮৯ সাল থেকে ভারত শাসিত কাশ্মিরে ভারতীয় শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু করে কাশ্মীরিরা। ভারত ও পাকিস্তান উভয় দেশই কাশ্মীরের মালিকানা দাবি করলেও এর বেশিরভাগ অধিবাসীই স্বাধীন একটি রাষ্ট্র চায়।