আপাতত জিএসপি সুবিধা ফিরে পাচ্ছে না বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিগগিরই জিএসপি সুবিধা ফিরে পাচ্ছে না। গত শুক্রবার বাংলাদেশের শ্রমমান মূল্যায়ন সম্পর্কিত ফরেন রিলেশনস কমিটির এক নিজস্ব প্রতিবেদনে যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সিনেট কমিটি অন ফরেন রিলেশনস’র চেয়ারম্যান সিনেটর রবার্ট মেনেন্দেজ এ কথা বলেন। প্রতিবেদনে বলা হয়েছে, শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা জিএসপি দেয়ার আগে যুক্তরাষ্ট্রের উচিত শ্রমআইন সংশোধন, শ্রমিকদের ট্রেউ ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করা যাতে শ্রমিকরা মালিকদের সাথে দরকষাকষি করতে পারেন।
প্রতিবেদনটিতে সিনেটর মেনেন্দেজ বলেছেন, বাংলাদেশে সংঘটিত দুর্ঘটনাগুলো একটা দারুন সুযোগ এনে দিয়েছিলো দেশটিতে শ্রমিকদের অধিকার এবং শ্রমমান উন্নয়নের। তাজরীন এবং রানা প্লাজায় দুর্ঘটনার পর কিছু ক্ষেত্রে শ্রমমানের উন্নতি হলেও তা জিএসপি সুবিধা ফিরে পাওয়ার মতো নয়। গত বছর তাজরীনে অগ্নিকাণ্ড এবং এপ্রিলে সাভারে রানা প্লাজায় দুর্ঘটনায় কয়েক হাজার শ্রমিক মারা যাওয়ার বিশ্বব্যাপি বাংলাদেশের শ্রমিকদের অধিকার ও শ্রমমান নিয়ে প্রশ্ন ওঠে। এ পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা জিএসপি বাতিল করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *