খুলনা থেকে বাড়ি দামুড়হুদায় ফেরার পথে অজ্ঞানপার্টির খপ্পরে ট্রাক্টরচালক

স্টাফ রিপোর্টার: ভোট দেয়ার জন্য বাড়ি দামুড়হুদার নাপিতখালী ফেরার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছে ট্রাক্টরচালক নাসির উদ্দীন। তার কাছ থেকে ৩০ হাজার টাকা ও মোবাইলফোন নিয়ে সটকে পড়ে অজ্ঞানপার্টির সদস্যরা। নাসির উদ্দীনকে চুয়াডাঙ্গা শহীদ হাসানচত্বরে বাস থেকে অজ্ঞান অবস্থায় সুপারভাইজার ও হেলপার নামিয়ে দেন। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। নাসির উদ্দীন নাপিতখালী গ্রামের  ওহাব মণ্ডলের ছেলে।

নাসির উদ্দীনের শয্যাপাশে থাকা লোকজন জানান, খুলনায় নাসির উদ্দীন ট্রাক্টর চালানোর কাজ করে। একমাস দেড়মাস পর বাড়ি আসে। গতকাল শুক্রবার খুলনা থেকে বাড়ি ফেরার উদ্দেশে বাসযোগে রওনা হন। পথের মধ্যে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। শনিবার এলাকায় ভোট। এ জন্য প্রায় একমাস পর বাড়ি ফিরেন তিনি। তার কাছে ৩০ হাজার টাকা ও একটি মোবাইলফোন ছিলো। সেগুলোর কোনো খোঁজ পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে অজ্ঞানপার্টির সদস্যরা নাসিরকে অজ্ঞান করে তার কাছে থাকা টাকা ও মোবাইলফোন নিয়ে সটকে পড়েছে। তবে কোথা থেকে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন তিনি বিস্তারিত জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত নাসির উদ্দীনের জ্ঞান ফেরেনি।