সংসদ অধিবেশন চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত

 

স্টাফ রিপোর্টার: দশমজাতীয় সংসদের তৃতীয় অধিবেশন চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। গতকাল সোমবার বিকেল ৫টা৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে তৃতীয় অধিবেশন শুরুহয়। অধিবেশনের শুরুতে পাঁচজনকে দশম জাতীয় সংসদের প্যানেল স্পিকার নির্বাচনকরা হয়েছে। এই পাঁচজন জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকারেরঅনুপস্থিতিতে সংসদ পরিচালনা করবেন। গতকাল সোমবার সংসদ অধিবেশনের শুরুতেই স্পিকারপ্যানেল স্পিকারদের নাম ঘোষণা করেন।এদের মধ্যে ক্রমানুসারে দায়িত্বপালন করার কথা সংসদকে জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরা হলেন-আবুল কালাম আজাদ, শামসুল হক টুকু, মাহমুদুস সামাদ চৌধুরী, নুরুল ইসলাম ওমর, রেবেকা মোমিন।এরপর স্পিকার জাতীয় সংসদে শোক প্রস্তাব উত্থাপন করলে তাসর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। যাদের মৃত্যুতে এ শোক প্রস্তাব গ্রহণ করা হয়তারা হলেন, অধ্যাপক সরদার ফজলুল করিম, অ্যাডভোকেট কাজী আব্দুর রশীদ, আলহাজডা. মোশারফ হোসেন, তাহেরুল ইসলাম খান, ইঞ্জিনিয়ার এলকে সিদ্দিকী, মাহবুবুলআলম তারা, রেজাউল বারী ডিনা, মুহাম্মদ মোশাররফ হোসেন, আব্দুর রউফ চৌধুরী, সুলতান উল কবির চৌধুরী, আলহাজ মো. মতিউর রহমান, সালেহা মোশাররফ, এএনমাহফুজা খাতুন বেবী মওদুদ, মাহবুবুল আলম, আমানুল্লাহ চৌধুরী, আনসার আহমেদএবং আলহাজ রুহুল আমীন।এর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকেসিদ্ধান্ত হয় সংসদের অধিবেশন আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।