শ্বশুর বাড়ি গিয়ে নিখোঁজ বৈদ্যনাথপুরের আশাদুল : ৬ দিনেও হদিস মেলেনি

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বৈদ্যনাথপুরের যুবক আশাদুল ইসলাম (২৮) শ্বশুর বাড়িতে যাওয়ার নাম করে বের হওয়ার পর নিখোঁজ হয়েছেন। শ্বশুর কিনু জোয়ার্দ্দার তার জামাতা আশাদুল এ কথা অস্বীকার করে এ নামে কাউকে চেনে না বলে আশাদুলের পিতাকে মোবাইলফোনে জানিয়েছেন। এমন কথায় আশাদুলের শ্বশুরবাড়ির প্রতি সন্দেহের সৃষ্টি হয়েছে। এদিকে গত ৬ দিনেও আশাদুলের কোনো হদিস না পেয়ে তার পরিবার দিশেহারা হয়ে পড়েছেন। করেছেন থানায় জিডি।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের সোলাইমান মিয়ার ছেলে আশাদুল ইসলাম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের কিনু জোয়ার্দ্দারের মেয়েকে দ্বিতীয় বিয়ে করেন। গত ২৬ ফেব্রুয়ারি সকালে আশাদুল তার বাজাজ ডিসকভারি মোটরসাইকেল নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হয়। সন্ধ্যার মধ্যে আশাদুল বাড়িতে ফিরে না আসাতে তার পিতা সোলাইমান বিয়াই কিনু জোয়ার্দ্দারের মোবাইলে রিং দিয়ে ছেলের অবস্থানের কথা জানতে চান। এ সময় বিয়াই কিনু জোয়ার্দ্দার আশাদুল তার জামাতা নই এবং এ নামে তিনি কাউকে চেনেন নাও বলে জানিয়ে মোবাইল বন্ধ করে দেন। এ ঘটনার ৬ দিন অতিবাহিত হতে চললেও নিখোঁজ আশাদুলের কোনো খোঁজ না পেয়ে তার দিশেহারা হয়ে পড়েছেন। নিখোঁজ আশাদুলের পিতা এ ব্যাপারে গত ২৮ ফেব্রুয়ারি থানায় ১০৪২ নম্বরে একটি জিডি এন্ট্রি করেছেন।

ছবি সংযুক্ত: