বিশ্ব ভালোবাসা দিবসে বিদ্যালয়ে অসভ্যতা করতে নিষেধ করায় বহিরাগত বখাটেরা ঘটিয়েছে জঘন্য ঘটনা : আলমডাঙ্গায় জেএস মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের লাঞ্ছিত করার অপচেষ্টা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার জেএস মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করার অপচেষ্টার ঘটনা ঘটেছে। বিশ্ব ভালোবাসা দিবসে ওই বিদ্যালয়ে চড়াও হয়ে অসভ্যতা করতে নিষেধ করায় কতিপয় বহিরাগত বখাটে এ জঘন্য ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, গতকাল রোববার ছিলো বিশ্ব ভালোবাসা দিবস। আলমডাঙ্গার জগন্নাথপুর গ্রামের আলমের ছেলে তুষার, একই গ্রামের মৃত তাহাজের মেয়ের ছেলে সোহাগ ও জাহার আলীর ছেলে মামুন ফুল নিয়ে জগন্নাথপুরের জেএস মাধ্যমিক বিদ্যালয়ের পাশে যায়। ওই বিদ্যালয়ের ছাত্র মধু, রুবেল ও ফিরোজকে দিয়ে ওই বখাটেরা তাদের পছন্দের কয়েক ছাত্রীকে ডেকে নেয়ার চেষ্টা করে। ইতোমধ্যে বিদ্যালয়ের শিক্ষকরা পৌঁছুলে ছাত্রীরা শিক্ষকদের বিষয়টি জানায়। প্রধান শিক্ষক সে সময় বহিরাগত বখাটেদের পক্ষে কাজ করা বিদ্যালয়ের ছাত্রদের ডেকে বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে বহিরাগত বখাটেরা। তারা দল বেঁধে বিদ্যালয়ের সামনে ফুল হাতে অশ্লীলভাবে নাচতে থাকে। সে সময় বিদ্যালয়ের কতিপয় ওই সব ছাত্রকে শিক্ষকরা মারপিট করলে বহিরাগত বখাটেরা লাঠি হাতে বিদ্যালয়ের সামনে মহড়া দেয় এবং কয়েক শিক্ষকদের লাঞ্ছিত করতে অপচেষ্টা করে। তখন শিক্ষক-কর্মচারীরা মিলে প্রাক্তন ছাত্র মামুনসহ কয়েক বখাটেকে বেদম পেটায়। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বখাটেদের এমন উচ্ছৃঙ্খল আচরণে গ্রামবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে গ্রামে আজ সোমবার সালিস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।