মহেশপুরের ১২টি ইউনিয়নে নির্বাচনী হাওয়া : সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ৭২

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ৭২জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নাম শোনা যাচ্ছে। প্রার্থীরা ইতোমধ্যে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। পোস্টার লিফলেটের মাধ্যমে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

১২টি ইউনিয়নে যাদের নাম শোনা তারা হলেন- এসবিকে ইউনিয়নের সম্ভাব্য প্রাথীরা, সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, আরিফান জাহান চৌধুরী লুথান, সহিদুল ইসলাম সরদার (সহিদ), মোমতাজ উদ্দিন শান্তি, আবুল হোসেন, আবুল কালাম আজাদ। ফতেপুর ইউনিয়নের সম্ভাব্য প্রাথীরা হলেন, গোলাম হায়দার লান্টু, সিরাজুল ইসলাম সিরাজ, শরিফুল ইসলাম ভোলন, আমজাদ হোসেন লেন্ট, আবুল কাশেম সরদার, গোলাম ফারুক, হাবিবুর রহমান হবি ও সুমন হোসেন। পান্তাপাড়া ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা হলেন, ইসমাইল হোসেন, আব্দুল হক মাস্টার, মাঝহারুল ইসলাম স্বপন, আবু নোমান, নাজমুল হোসেন ও ফয়সাল আহম্মেদ, মাসুদ রানা। স্বরুপপুর ইউনিয়নের সম্ভাব্য প্রাথীরা হলেন,  জুলফিকার মণ্ডল, মিজানুর রহমান, আব্দুর রশিদ, আমিনুর রহমান মাস্টার ও জুলফিকার আলী বিশ্বাস। শ্যামকুড় ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা হলেন, আল ইমরান টাইগার, শাহানুর আলম, আমান উল্লাহ, আলিমুর রহমান রাসেল, মুনসুর খান, মোমিন ডাক্তার, লাল্টু ও জিয়াউর রহমান জিয়া। নেপা ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা হলেন,  নিজাম উদ্দিন, আমিনুর রহমান মাস্টার, শামুছুল ইসলাম মৃধা, মহি উদ্দিন, বিপ্লব হোসেন, আলাউদ্দিন মাস্টার,  মহিউদ্দিন ও মজিবর রহমান। কাজীরবেড় ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা হলেন, আব্দুল আলি, শহিদুজ্জামান,  আব্দুস সেলিম, ইয়া নবী, আবুল কাশেম, রায়হান, রবিউল ইসলাম, দীপু, কামাল উদ্দিন ও রেজাউল ইসলাম। বাঁশবাড়িয়া ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা হলেন, আব্দুল লতিফ, আব্দুল মালেক, নওশের আলী মল্লিক, সনু মিয়া, জুলফিকার আলী, এমদাদুল হক ইন্তা ও অ্যাড. আব্বাস উদ্দিন। যাদবপুর ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা হলেন, আজিজুর রহমান, শহিদুল ইসলাম, ময়দুল মাস্টার, সালা উদ্দিন, মোজাফফর হোসেন ও আবুল কালাম। নাটিমা ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা হলেন, মো. ফকির আহম্মদ, মশিয়ার রহমান, আজাদুর রহমান আজাদ ও আশরাফ হোসেন। মান্দাবাড়িয়া ইউনিয়নের সম্ভাব্য প্রাথীরা হলেন,  জগলুল হোসেন পাশা, আলী বদ্দি শেখ (লাল শেখ), আমিনুর রহমান, শহিদুল ইসলাম। আজমপুর ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা হলেন, শাহাজান আলী, আকিদুর রহমান, আজিজুর রহমান মন্টু, সাত্তার খান ও নুরুল ইসলাম।