পাকা ঘরে ঘুমানো হলো না ভ্যানচালক লুৎফরের!

জীবননগর ব্যুরো: অনেক ইচ্ছা ছিলো পরিবার পরিজন নিয়ে পাকা ঘরে ঘুমাবেন ভ্যানচালক লুৎফর রহমান (৫০)। ইচ্ছাপূরণে তিনি ভ্যান চালিয়ে তিল তিল করে সঞ্চয় করেছিলেন অর্থ। সঞ্চিত সেই টাকা দিয়ে এবার তিনি ইট-বালু কিনেছেন। নির্মিত হবে স্বপ্নের পাকা ঘর, কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হলো না, শুয়া হলো না পাকা ঘরে। মাটির দেয়াল ভাঙতে গিয়ে ওই দেয়ালের নিচেই চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তার। এ ঘটনায় তার অসহায় পরিবার দিশেহারা হয়ে পড়েছে। হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামে।
এলাকাবাসী জানায়, খয়েরহুদার নেছের মণ্ডলের ছেলে লুৎফর পেশায় ভ্যানচালক। তিনি স্ত্রীসহ এক ছেলে ও ২ মেয়েকে নিয়ে মাটির একটি ঘরে বসবাস করতেন। তার দীর্ঘদিনের ইচ্ছা ছিলো পাকাঘর নির্মাণ করার। ভ্যান চালিয়ে তিনি অর্থ সঞ্চয় করেছিলেন। সঞ্চিত অর্থ দিয়ে ইট-বালু কিনেছিলেন। শ্রমিক না নিয়ে সকাল থেকে তিনি মাটির ঘর ভাঙার কাজ শুরু করেন। এ সময় আকস্মিক ঘরের একটি মাটির দেয়াল তার ওপর এসে পড়লে তিনি আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।