জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে উত্ত্যক্তকারীর জেল-জরিমানা

জীবননগর ব্যুরো: জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে উত্ত্যক্তকারীর জেল-জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও নুরুল হাফিজ উত্ত্যক্তকারী শামীমের (২০) বিরুদ্ধে এ রায় প্রদান করেন।
জানা যায়, উপজেলার প্রতাপপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে শামীম মাঝে মধ্যে স্কুলগামী বিভিন্ন ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিলো। গত শনিবার আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে পথিমধ্যে উত্ত্যক্ত করে শামীম। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজের নিকট অভিযোগ করা হয়। অভিযোগ পাওয়ায় অভিযুক্ত শামীমকে গ্রেফতারে পুলিশকে নির্দেশ দেন তিনি। দুপুরে এসআই সাজ্জাদ হোসেন অভিযুক্ত শামীমকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও নুরুল হাফিজ ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।