পত্রিকায় প্রতিবেদন প্রকাশ : নিয়োগ কমিটির সিদ্ধান্তে শিক্ষক নিয়োগ স্থগিত : শিক্ষার্থী অভিভাবকমহলে স্বস্তির নিঃশ্বাস

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রধান শিক্ষক পদে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল হককে মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে নিয়োগের বিষয়টি প্রায় চূড়ান্ত করে ফেলেছেন সভাপতির অনুসারী ম্যানেজিং কমিটির সদস্যরা। এ সংক্রান্তে একটি সচিত্র প্রতিবেদন গতকাল শুক্রবার দৈনিক মাথাভাঙ্গায় প্রকাশ হলে নিয়োগ কমিটি শিক্ষক নিয়োগ বন্ধ ঘোষণা করে। এতে বিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীসহ অভিভাবক মহল ফেলেছে স্বস্তির নিঃশ্বাস। সেই সাথে তারা নিয়োগ কমিটির প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেছেন, যেন কোনোভাবেই ওই অযোগ্য শিক্ষককে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ দেয়া না হয়। প্রধান শিক্ষক পদে নিয়োগ আপাতত বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা।

উল্লেখ্য, নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে গতকাল শুক্রবার নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন করা হয়। সভাপতি তার পছন্দের ব্যক্তিকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দিতে যাচ্ছেন বিষয়টি জানাজানি হলে নিয়োগ পরীক্ষা বন্ধ রাখা হয়। গত বৃহস্পতিবার শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এবং প্রধান শিক্ষক পদে আজিজুল হককে নিয়োগ দিলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করার হুমকি দেয়।