দামুড়হুদার ঠাকুরপুর সীমান্তেআটক কৃষককে ফেরত দিয়েছে বিএসএফ

 

 

কুড়লগাছি/কার্পাসডাঙ্গা প্রতিনিধি:দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের ৮৯ নম্বর মেন পিলারের কাছ থেকে ধরে নিয়ে যাওয়া কৃষক জিয়াউর রহমানকে (৩০) ফেরত দিয়েছে বিএসএফ। বিজিবির তড়িৎ পদক্ষেপে গতকাল শুক্রবার বেলা ২টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ফেরত দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে জিয়াউর রহমান শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মাঠে ঘাস কাটতে কাটতে ঠাকুরপুর সীমান্তের ৮৯ নম্বর মেন পিলারের কাছ দিয়ে ৫০ গজ ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েন। এসময় সেখানে টহলরত ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র ১১৩ ব্যাটালিয়নের মালুয়াপাড়া ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে ধরে নিয়ে যান।

তিনি আরও জানান, বিজিবি এ সংবাদ পেয়ে কৃষক জিয়াউর রহমানকে ফেরত চেয়ে মালুয়াপাড়া বিএসএফ ক্যাম্পে পত্র পাঠায়। বিএসএফ পত্রের জবাব দিলে বেলা ২টার দিকে ওই (ঠাকুরপুর) সীমান্তে বিজিবি ও বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ আটক কৃষককে বিজিবির হাতে ফেরত দেয়।