দামুড়হুদার ছুটিপুরে ফুটবল খেলা নিয়ে গ্রামবাসীর মধ্যে বাগবিতণ্ডা : সংঘর্ষের আশঙ্কা

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার ছুটিপুরে আলহাজ আলী আজগার এমপি ফুটবল টুর্নামেন্টের গতকাল শুক্রবার ছিলো সেমিফাইনাল খেলা। বিকেল সাড়ে ৪টার দিকে ছুটিপুর ফুটবল মাঠে সেমিফাইনাল খেলায় মুখোমুখি হয় পাঁচকমলাপুর একাদশ ও ভগিরথপুর চক্রবাক সঙ্ঘ। প্রথম দিকে ভগিরথপুর চক্রবাক সঙ্ঘ ১টি গোল দেয়। বিরতির পর পাঁচকমলাপুর একাদশ পরপর দুটি গোল দেয়। শেষের দিকে উভয়দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। এলাকার গণ্যমান্য লোকজনসহ অসংখ্য দর্শক খেলাটি উপভোগ করছিলেন। কিন্তু খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগেই রেফরি লিটন আলী বাঁশির মাধ্যমে খেলা সমাপ্ত করেন। এতে উপস্থিত দর্শক ও খেলা সমর্থকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। তারা খেলা কমিটির সভাপতি আব্দুল আজিজকে বিষয়টি জানালে তিনিও নানা টালবাহানা করতে থাকেন। এ সময় খেলা কমিটির সাথে দর্শক-সমর্থকরা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উপস্থিত দর্শক ও খেলা সমর্থকরা রেফারিকে লাঞ্ছিত করার চেষ্টা করলে পুলিশ তাকে হেফাজতে নিয়ে সেখান থেকে যেতে সহযোগিতা করেন বলে জানান ছুটিপুর ক্যাম্প ইনচার্জ এএসআই আব্দুল খালেক।

বিষয়টি নিয়ে ছুটিপুর ও ভগিরথপুর গ্রামবাসীর মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় উভয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। তবে খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগেই রেফরির বাঁশির মাধ্যমে খেলা সমাপ্ত করার বিষয়টি নিয়ে এলাকাবাসীর মনে নানা প্রশ্ন উদয় হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে খেলাটি অবিলম্বে বন্ধ করতে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের হস্তক্ষেপ কামনা করেছে এলাকার সচেতন মহল।