জীবননগরের আন্দুলবাড়িয়ায় ছিঁচকে চোরের উপদ্রব বৃদ্ধি

 

আন্দুলবাড়িযা প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া এলাকায় ছিঁচকে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার রাতে আন্দুলবাড়িয়া স্টেশনপাড়া থেকে দুটি গরু ও খাপাড়া থেকে একটি আলমসাধু গাড়ি চোরচক্র চুরি করে নিয়ে গেছে। গরু ও আলমসাধু গাড়ি হারিয়ে মালিকদ্বয় দিশেহারা হয়ে পড়েছেন।

জানা গেছে, আন্দুলবাড়িয়া স্টেশনপাড়ার আব্দুল জব্বারের ছেলে মোমিনুর রহমান বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে সংসারের সচ্ছলতার আশায় বাড়িতে খামার করে দুটি এড়ে গরু মোটাতাজা করছিলেন। গত বৃহস্পতিবার রাতে গরু চোরচক্র তালা ভেঙে গরু দুটি চুরি করে নিয়ে গেছে। গরু দুটির মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানা গেছে। এদিকে একই রাতে আন্দুলবাড়িয়া খাপাড়ার ছামেদ আলীর ছেলে আলমসাধুচালক বডেল ভাড়া মেরে রাতে গাড়িটি বাড়ির উঠোনে রেখে ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে গাড়িটি না পেয়ে তিনি দিশেহারা হয়ে পড়েন। গতকাল দিনভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে গরু ও গাড়িটির সন্ধান মেলাতে পারেননি। গাড়িটির বর্তমান বাজার মূল্য প্রায় ৮০ হাজার বলে গাড়িমালিক দাবি করেন। তিনি  সংসারের একমাত্র উপার্জনের শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।