দর্শনা জয়নগর সীমান্তে যাত্রীদের ব্যাগ তল্লাশি : এয়ারগান ও গুলি

 

 

দর্শনা অফিস: দর্শনা জয়নগর সীমান্তে পার্সধারী যাত্রীদের ব্যাগ তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ৩টি এয়ারগান ও গুলি। ছেড়ে দেয়া হয়েছে যাত্রীদের। গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভারত থেকে দেশে ফিরছিলেন বেশ কয়েকজন পাসপোর্টধারী যাত্রী। দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার আলী হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালান জয়নগর চেকপোষ্ট এলাকায়। সেখানে কয়েকজন যাত্রীর ব্যাগ তল্লাশি চালিয়ে বিজিবি উদ্ধার করেছে ২টি এয়ারগান ও ৬৬ রাউন্ড গুলি। বিজিবি এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। এ দিকে জয়নগর কাস্টমস কর্তৃপক্ষ একজন যাত্রীর ব্যাগ তল্লাশি চালিয়ে ১টি এয়ারগান উদ্ধার করেছে। এ ঘটনায় ৩ জন পাসপোর্টধারী যাত্রীকে দীর্ঘ সময় আটকে রেখে অবশেষে অজ্ঞাত কারণে তাদের ছেড়ে দেয়া হয়েছে। অভিযোগ উঠেছে, দর্শনা জয়নগর সীমান্তের কয়েকজন কথিত দালাল নিজেদের বিজিবির সোর্স পরিচয় দিয়ে সীমান্তপথে অবৈধ মালামাল পাচার করে আনতে সহায়তা করছে।