ঝিনাইদহে ঠিকাদার হত্যার ঘটনায় একজন আটক

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার করাতীপাড়া এলাকার ঠিকাদার সুলতান খন্দকার হত্যার ঘটনায় জাহাঙ্গীর হোসেন (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে শহরের নতুন হাটখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়। জাহাঙ্গীর ঝিনাইদহ সদর উপজেলার বকশিপুর গ্রামের মৃত মনিরুদ্দীনের ছেলে ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের যশোর নওয়াপাড়া শাখা কর্মকর্তা।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের হাটখোলা এলাকা থেকে জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। তাকে ঠিকাদার সুলতান হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওসি আরো জানান, ঠিকাদার সুলতান খন্দকারের সাথে জাহাঙ্গীরের ১২ লাখ টাকার ব্যবসায়িক লেনদেন ছিলো। ধারণা করা হচ্ছে, এরই জের ধরে তাকে হত্যা করা হয়েছে।          প্রসঙ্গত, গত ৩০ জুন ঝিনাইদহ ৱ্যাব ক্যাম্পের পেছনে ধানহাড়িয়া মাঠ থেকে ঠিকাদার সুলতান খন্দকারের হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী পিয়া খাতুন বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।