জীবননগর মনোহরপুরে পাউয়ারটিলার উল্টে ১৬ নির্মাণশ্রমিক আহত

জীবননগর ব্যুরো: জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের মনোহরপুর বাসস্ট্যান্ডের নিকটে সড়কে পাউয়ারটিলার উল্টে ১৬ নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার সময় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালসূত্র জানায়, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের একটি বিল্ডিঙের ছাদ ঢালাইয়ের কাজ শেষ করে গতকাল সন্ধ্যায় পাউয়ারটিলারযোগে নির্মাণশ্রমিকরা জীবননগর ফিরছিলো। তাদের বহনকৃত পাউয়ারটিলারটি মনোহরপুরে পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় পাউয়ারটিলার ও ঢালাইমেশিনের নিচে চাপা পড়ে ১৬ শ্রমিক আহত হয়। আহতরা হচ্ছে-উপজেলার গোপালনগরের মৃত আয়নাল হোসেনের দু ছেলে জসীম (২৩), ওয়াসিম (২৩), হযরত আলীর ছেলে আহাম্মদ আলী (৩৫), আনিছের ছেলে সুজন (২৬), শাহাবুদ্দিনের ছেলে ইজাজুল হক (৩২), ঠাণ্ডুর ছেলে মিন্টু (২৫), নায়েব আলীর ছেলে জহুরুল ইসলাম (২৬), মৃত ঝন্টু মণ্ডলের ছেলে শফিকুল ইসলাম (৪০), হরিরহনগরের ইঊছুফ আলীর ছেলে বিল্লাল হোসেন (২৫), ডাঙ্গাপাড়ার খলিলুর রহমানের ছেলে মুকুল হোসেন (২২), লাল মোহাম্মদের ছেলে সালামিন (২৫) ও আলআমিন (২৫), মান্দার আলীর ছেলে চাঁন মিয়া ওরফে চান্দু (২২), মোশারফ হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৫), হবির ছেলে শরিফুল ইসলাম (২৫) ও পুটের ছেলে খোকন (২০)।