চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের একাধিক স্থানে সরকারি জায়গা অবৈধ দখল করে চলছে জমজমাট কাঠ ব্যবসা : ঘটছে দুর্ঘটনা

আলকদিয়া প্রতিনিধি: চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়াসহ একাধিক এলাকায় সরকারি জায়গা অবৈধ দখল করে চলছে জমজমাট কাঠব্যবসা। রাস্তার জায়গায় কাঠ থাকার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

জানা গেছে, চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া, বঙ্গজপাড়া, গোকুলখালীসহ একাধিক জায়গায় সরকারি জায়গা দখল করে কিছু অসাধু ব্যক্তি দেদারছে চালিয়ে যাচ্ছে তাদের রমরমা ব্যবসা। যার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে নিরীহ পথচারী। গত এক মাসে আলুকদিয়া ও ভালাইপুর মোড়ে প্রায় ৩০ জনের বেশি ছোটখাট দুর্ঘটনার শিকার হয়েছেন যার মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও কাঠ ব্যবসায়ীদের ওপর তৈরি হচ্ছে চাপা ক্ষোভ আবার অনেকেই বলছে প্রকাশ্যে। কিন্তু কাঠ ব্যবসায়ীদের কোনো কিছুই আমলে পড়ে না। তবে এদের অনেকেরই বৈধ্য লাইসেন্স নেই বলেও জানা গেছে। তাই জনগণের দাবি সরকারি কর্মকর্তারা যেন বিষয়টি আমলে নিয়ে দ্রুত এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন।