চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নির্মাণ কাজ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের টিঅ্যান্ডটি ভবন সংলগ্ন স্থানে নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল, সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মারুফুল আলম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রুহুল আমিন, প্রশাসনিক কর্মকর্তা মেহেদী মাসুদ, নাজির আইনাল হকসহ জেলা প্রশাসক কার্যালয়ের অন্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। নির্মাণ কাজের উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, চুয়াডাঙ্গায় শিক্ষার মান আরও উন্নত করার লক্ষ্যেই মূলত কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হচ্ছে। ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেধাকে সঠিকভাবে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখবে। প্রতিষ্ঠানের সকল কর্মকাণ্ডে জেলাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি। পরে প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, গত ২২ আগস্ট খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।