চুয়াডাঙ্গার পৃথক ৩টি স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : অনুমতি ছাড়া পেট্রোল বিক্রি করায় ৩ জনের জরিমানা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার পৃথক ৩টি স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অনুমোদন ছাড়া পেট্রোল বিক্রি করার অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন। চুয়াডাঙ্গা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম, নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা নাফিস সুলতানা যৌথভাবে গতকাল মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম, নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা নাফিস সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল বিকেল সাড়ে ৪টার সময় প্রথমে চুয়াডাঙ্গার পৌর এলাকার বেলগাছি বাজারের আমান উল্লাহর ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালান। অনুমোদন ছাড়া পেট্রোল বিক্রি করার অপরাধে পেট্রোলিয়াম জাতদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৩৪’র ১৩/২৭ ধারায় আমান উল্লাহকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত চুয়াডাঙ্গার পৌর কলেজপাড়ার আলমগীরের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালান। বিনা অনুমোদন ছাড়া পেট্রোল বিক্রির অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বশেষ ভ্রাম্যমাণ আদালত চুয়াডাঙ্গার নীলমণিগঞ্জ বাজারস্থ পিটিআই মোড়ে হিটলারের ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালান। একই অপরাধে ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ী হিটলারকে ১ হাজার টাকা জরিমানা করেন। এদিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনার সময় অনেক ব্যবসায়ী তাদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন- বেঞ্চ সহকারী হাবিবুর রহমান এবং এসআই জিয়াসহ সঙ্গীয় ফোর্স।