খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার: খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও চারুকলা ইনস্টিটিউটের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার এ ফল প্রকাশ করা হয়। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ku.ac.bd) পাওয়া যাবে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জীববিজ্ঞান স্কুলের মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ২৩ নভেম্বর সকাল নয়টায় এবং অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের আগামী ১ ডিসেম্বর সকাল নয়টায় সংশ্লিষ্ট স্কুলের ডিন অফিসে রিপোর্ট করতে বলা হয়েছে। অন্যদিকে সামাজিক বিজ্ঞান স্কুলের মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের ২০ নভেম্বর সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নিবন্ধন এবং একই দিন দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত সংশ্লিষ্ট স্কুলের ডিন অফিসে ভর্তি হতে হবে। ২৭ নভেম্বর অপেক্ষমাণ তালিকার শিক্ষার্থীদের সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নিবন্ধন এবং দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত সংশ্লিষ্ট স্কুলের ডিন অফিসে ভর্তি হতে হবে। এছাড়া চারুকলা ইনস্টিটিউটে মেধা তালিকার শিক্ষার্থীদের ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা দুটা পর্যন্ত পছন্দক্রম গ্রহণ ও সাক্ষাৎকার এবং ১৬ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা দুটো পর্যন্ত ইনস্টিটিউটের পরিচালকের দপ্তরে ভর্তির জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে। ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষমাণ তালিকা থেকে রেজিস্ট্রেশন ও দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত ভর্তি করা হবে। গত ৩১ অক্টোবর জীববিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান স্কুলের এবং ১ নভেম্বর চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফায়েক উজ্জামান বলেন, নির্ধারিত সময়ের আগেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের (অনুষদ) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। একই সাথে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে।