চবির আইন অনুষদে ৯৮ ভাগ পরীক্ষার্থী ফেল

 

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদে ভর্তি পরীক্ষায় ৯৮ শতাংশ পরীক্ষার্থী ফেল করেছে। পাস করেছে মাত্র এক শতাংশ পরীক্ষার্থী। আইন অনুষদের অধীনে ই ইউনিটের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফল গতকাল বুধবার প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ভর্তি পরীক্ষার ফলাফলে এরকম বিপর্যয় ঘটেনি। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও কলা অনুষদেও ভর্তি পরীক্ষায় অকৃতকার্যের হার ৮০ শতাংশ। আইন অনুষদের ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. আব্দুল্লাহ আল ফারুক বলেন, আইন অনুষদে ভর্তি জন্য ১৪ হাজার ৮০৩ জন আবেদন করে। এদের মধ্যে ১১ হাজার ২০৬ জন পরীক্ষা দেয় এবং পাস করে ১৮৩ জন পরীক্ষার্থী। পরীক্ষার ফলাফলে দেখা যায় পাসের হার মাত্র ১ শতাংশের কিছু ওপরে। ফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে প্রফেসর ড. আব্দুল্লাহ বলেন, আমরা কিছু ব্যতিক্রম প্রশ্ন করেছি, যাতে করে শিক্ষার্থীরা কোচিং সেন্টার নির্ভর হয়ে পরীক্ষা দিতে না পারে। তাছাড়া জাতীয় শিক্ষার মানের কারণেই ফলাফলের এ বিপর্যয় হয়েছে বলে আমার ধারণা। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cu.ac.bd) পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, গত ২০১৩-১৪ শিক্ষাবর্ষে আইন অনুষদে ১৩ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে ১৩৪ জন পাস করে।