অর্থনীতিতে নোবেল পেলেন তাইরোল

 

মাথাভাঙ্গা মনিটর: এ বছর অর্থনীতিতে এককভাবে নোবেল পেয়েছেন ফরাসি অর্থনীতিবিদ জ্যঁ তাইরোল। বাজার সক্ষমতা ও নিয়ন্ত্রণ বিষয়ে বিশ্লেষণের জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়েছে। গতকাল সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে স্থানীয় সময় দুপুর ১টায় এ পুরস্কার ঘোষণা করা হয়। নোবেল প্রাইজের নিজস্ব ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। ১৯৫৩ সালে ফ্রান্সের ট্রয়েসে জন্ম নেয়া তাইরোল ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে ১৯৮১ সালে পিএইচডি সম্পন্ন করেন। অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়ার প্রচলন হয় প্রথম ১৯৬৯ সালে। সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক এ পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয়। আর পুরস্কার প্রদানের বিষয়টি পরিচালনা করে সুইডেনের রয়্যাল একাডেমী অফ সায়েন্স।