মাশরাফির এশিয়া কাপ শেষ

স্টাফ রিপোর্টার: শুরু থেকেই নেই তামিম ইকবাল। নিষেধাজ্ঞার কারণে এশিয়া কাপের প্রথম দু ম্যাচ খেলতে পারছেন না সাকিব আল হাসান। কাঁধের চোটের কারণে অনিশ্চয়তা দেখা দিয়েছে অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়েও। এখানেই শেষ হয়নি। এবার সেই তালিকায় যুক্ত হলো মাশরাফির নাম। আহত হয়ে এখন দল থেকে ছিটকে পড়েছেন মাশরাফি বিন মুর্তজাও। এশিয়া কাপের বাকি ম্যাচগুলোতে তাকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। সাইড স্ট্রেইনের কারণে শুরু হতে না হতেই শেষ হয়ে গেল মাশরাফির এশিয়া কাপ। এমনিতেই ভারতের কাছে ছয় উইকেটে হেরে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দেশের মাটিতে সামনে পাড়ি  দেয়ার কাজটা আরও কঠিনই হয়ে গেল স্বাগতিকদের জন্য। কাঁধের চোটের কারণে কিছুটা অনিশ্চয়তার মধ্যে আছেন মুশফিকও। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার চোট খুব বেশি গুরুতর না বলেই ধারণা করা হচ্ছে। কিন্তু পুরোপুরি আশঙ্কামুক্তও হতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। আজ সকালে জানা যাবে আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারবেন কি না।

মাশরাফির পরিবর্তে দলে শফিউল: একটি ম্যাচ খেলেই এশিয়া কাপ থেকে চোটের কারণে  ছিটকে পড়েছেন মাশরাফি বিন মুর্তজা। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন শফিউল ইসলাম। শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় ম্যাচে দীর্ঘদিন পরে দলে ফিরেছিলেন এ ডানহাতি পেসার। এরপর আবার বাদ পড়েছিলেন এশিয়া কাপের দল থেকে।