ভারত নিউজিল্যান্ড চতুর্থ ওয়ান ডে’র শেষ উইকেটে রেকর্ড গড়লো উমেশ ও কুলকারনি

 

মাথাভাঙ্গা মনিটর: ১৯ রান ম্যাচ জেতার ফলে পিছিয়ে থেকেও সিরিজে ফিরলো নিউজিল্যান্ড। ধোনির ঘরের মাঠে ভারতকে হারালো কিউই ব্রিগেড। এর ফলে ২-২ হলো সিরিজের ফলাফল। অর্থাৎ পরের ম্যাচেই বোঝা যাবে কার হাতে উঠছে জয়ের মুকুট। এদিন প্রথমে ব্যাট করে ২৬০ রান তোলে নিউজিল্যান্ড। দু কিউই ওপেনার গাপটিল ও ল্যাথাম শুরুটা খারাপ করেননি। গাপটিল করেন ৭২। ল্যাথামের ব্যাট থেকে আসে ৩৯ রান। উইলিয়ামসন করেন ৪১। রস টেলরকে (৩৫) রান আউট করেন ধোনি। বাকিরা বিশেষ রান পাননি। জেতার জন্য ভারতের প্রয়োজন ছিলো ২৬১। তবে ২৪০ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ভারতের শুরুটা ভালো হলেও তাড়াতাড়ি আউট হয়ে মাঠ ছাড়েন রোহিত শর্মা। আজিঙ্কে রাহানে এবং বিরাট কোহলির পার্টনারশিপ ভারতকে সুবিধাজনক জায়গায় নিয়ে যায়। এরপর কোহলি ৪৫ রানে আউট হন। ক্রিজে আসেন ভারতীয় অধিনায়ক ধোনি। তবে ঘরের মাঠে গতকাল নিরাশ করেছেন তিনি। মাত্র ১১ রান করে বোল্ড হয়ে যান ভারতীয় অধিনায়ক। তার আউট হওয়ার পর থেকেই মাঠ ছাড়তে থাকেন দর্শকরা। ম্যাচের পরে ব্যাটিং-এ ধোনির ভূমিকা নিয়ে যে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করবে, তা বলাই বাহুল্য। শেষের দিকে আক্সার প্যাটেল এবং অমিত মিশ্র মরিয়া চেষ্টা চালান। তবে ভুল বোঝাবুঝির জন্য রান আউট হয়ে যান মিশ্র। তবে ধওয়াল কুলকারানি উল্লেখযোগ্য খেলেছেন আজকের ম্যাচে। ভারতের সঙ্গে নিউজিল্যান্ডের একদিনের খেলায় ১০ নম্বর উইকেটে উমেশ যাদব এবং কুলকারনির পার্টনারশিপই এখনও পর্যন্ত সেরা বলে জানাচ্ছে পরিসংখ্যান। ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন অজিঙ্ক রাহানে(৫৭)।