ওয়েস্ট ইন্ডিজের বিশাল জয়

স্টাফ রিপোর্টার: ফিজিকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দলকে ২৬২ রানের বড় জয় এনে দিতে শামার স্প্রিঙ্গার করেছেন দারুণ এক শতক। গতকাল রোববার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৪০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। টেভিন ইমলাখের (৩৬) সাথে ১২০ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো সূচনা এনে দেন গিডরন পোপ। তবে এরপর ২০ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৭৭ বলে ১২টি চারের সাহায্যে ৭৬ রানের চমৎকার ইনিংস খেলেন পোপ। ১৪০ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারানো ওয়েস্ট ইন্ডিজ সাড়ে ৩শ রানের কাছাকাছি যায় স্প্রিঙ্গার ও জিড গুলির দৃঢ়তায়। দু জনে গড়েন ১৫৭ রানের বড় এক জুটি। ৭৫ বলে ৬৬ রানের ভালো একটি ইনিংস খেলে ফিরে যান গুলি। শেষ ওভারে আউট হওয়ার আগে ১০৬ রান করেন স্প্রিঙ্গার। তার ৭৮ বলের ঝড়ো ইনিংসটি ১০টি চার ও ৪টি ছক্কা সমৃদ্ধ। ফিজির চাকাচাকা টিকোইসুভা ৬ উইকেট নেন ৫৯ রানে। জবাবে ২৭ ওভার ৩ বলে ৭৮ রানে অলআউট হয়ে যায় ফিজি। টানা তিন জয়ে গ্রুপ সেরা হয়ে সুপার লিগ কোয়ার্টার-ফাইনালে পৌঁছেছে দলটি। ‘সি’ গ্রুপ থেকে শেষ আটে তাদের সঙ্গী হওয়ার লড়াইয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।