স্কটল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে স্কটল্যান্ডকে ১১৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশের যুবারা। গতকাল রোববার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ২৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৭ দশমিক ২ ওভারে ১৪২ রানে অলআউট হয় স্কটিশরা।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৬ রান করে বাংলাদেশের যুবারা। ব্যাট করতে নেমে দলীয় মাত্র ১ রানেই কোনো রান না করেই আউট হন পিনাক ঘোষ। দলীয় ১৭ রানে জয়রাজ শেখ আউট হলে চাপে পড়ে যায় বাংলাদেশের যুবারা। পরে শান্ত এবং সাইফ হোসেন দলের হাল ধরেন। তাদের জুটিতে আসে ১০১ রান। এরপর সাইফ ৪৯ রান করে আউট হন। পরে মিরাজের সাথে জুটি গড়েন শান্ত। তাদের জুটিতে আসে ১০০ রান। এরপর মিরাজ ৫১ রান করে আউট হলেও শান্ত ঠিকই নিজের শতক তুলে নেন। শেষ পর্যন্ত ১১৩ রানে অপরাজিত থাকেন যুব ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক শান্ত।