আশা জাগিয়ে হারলো বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: মাত্র ১২১ রানের লক্ষ্য দিয়েছিলো বাংলাদেশ। শ্রীলঙ্কার জন্য জয়টা একপেশে হয়ে গিয়েছিলো। কিন্তু আচমকা বোলাররা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের অগণিত দর্শকদের উল্লাসে মাতিয়ে উইকেট তুলে নিতে থাকলো। আশা জেগেছিলো বাংলাদেশের শিবিরে। শেষ পর্যন্ত পারলো না তারা। তিন উইকেটে হেরে টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানদের কাছে হোয়াইটওয়াশ হলো মাশরাফি মুর্তজার দল। বাংলাদেশ: ১২০/১০ (১৯.৫ ওভার)শ্রীলঙ্কা: ১২৩/৭ (২০ ওভার) ফল: শ্রীলঙ্কা জয়ী তিন উইকেটে শুরুটা হয়েছিলো শ্রীলঙ্কার ঝড়ো ব্যাটিংয়ে। চতুর্থ ওভারের চতুর্থ বলে কুশল পেরেরাকে এলবিডব্লুর ফাঁদে ফেলে ২৩ রানের ঝড় থামান সাকিব আল হাসান। পরের ওভারে আরাফাত সানির ঘূর্ণি বুঝে ওঠার আগেই বোল্ড হন তিলকরত্নে দিলশান। এরপর মাহমুদউল্লাহর বলে এলবিডব্লু হন অধিনায়ক দিনেশ চান্দিমাল। বড় ব্রেকথ্রু আনেন মাশরাফি মুর্তজা। দশম ওভারে অ্যাঞ্জেলো পেরেরা ও অ্যাঞ্জেলো ম্যাথুসকে মাঠ ছাড়া করেন স্বাগতিক অধিনায়ক। এক ওভার পর মাহমুদউল্লাহর থ্রোতে এনামুল হক নুয়ান কুলাসেকারাকে রান আউট করেন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো করেনি বাংলাদেশ। অভিষেক আন্তর্জাতিক ম্যাচে ইনিংস সেরা ২৬ রান করে এক বল বাকি থাকতে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন সাব্বির। মালিঙ্গা সবচেয়ে বেশি তিন উইকেট পান। দুটি করে নেন কুলাসেকারা ও সেনানায়েক।