আবারও চালকের আসনে অস্ট্রেলিয়া

মাথাভাঙ্গা মনিটর: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টেস্টের দ্বিতীয় দিনে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনের দারুণ বোলিঙে ইংল্যান্ড যে দাপট দেখিয়েছিলো তা আর টিকে থাকেনি তৃতীয় দিন শেষে। আগের দিন ইংল্যান্ড চালকের আসনে থাকলেও তৃতীয় দিন মাচের মোড় সম্পূর্ণরূপে ঘুরিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার দু বোলার নাথান লায়ন ও মিচেল জনসন। সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিন দাপট নিয়েই শেষ করেছে স্বাগতিকরা। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে তাদের দরকার ২০১ রান। হাতে আছে ১০ উইকেট ও ২ দিন। গতকাল শনিবার  ইংল্যান্ডের ছুঁড়ে দেয়া ২৩১ রান তাড়া করতে নেমে বিনা উইকেটে ৩০ রান সংগ্রহ করেছে অসিরা।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৫৫ আর অস্ট্রেলিয়া ২০৪ রানে অলআউট হয়। ফলে প্রথম ইনিংসে ৫১ রানের লিড পায় অ্যালিস্টার কুকবাহিনী। কিন্তু লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে সুবিধা করতে পারেনি সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে তারা অলআউট হয় ১৭৯ রানেই। জবাবে ব্যাটিঙে নেমে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩০ রান সংগ্রহ করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *