সিলেটের সব মার্কেট ধর্মঘটে : চলছে সড়ক অবরোধ

মাথাভাঙ্গা অনলাইন : 44800_sssssss নগরীর জিন্দাবাজারের নেহার মার্কেটে স্বর্ণেও দোকানে ডাকাতি ও নৈশ প্রহরী নিহতের ঘটনায় জুয়েলার্স সমিতির ডাকে সিলেটের সব মার্কেটে ধর্মঘট চলছে। একই সঙ্গে নগরীর জিন্দাবাজার পয়েন্টে সড়ক অবরোধ করে রেখেছেন ব্যবসায়ীরা।
ধর্মঘটের কারণে বৃহস্পতিবার সিলেটের কোনো স্বর্ণের দোকান খুলেনি। স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে নগরীর বিভিন্ন বিপণী বিতানও বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এ ছাড়া সকালে যেসব মার্কেট খুলেছে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সবকটি মার্কেট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
সকাল সাড়ে ১০টা থেকে জিন্দাবাজার পয়েন্টে অবস্থান ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা।
বুধবার রাতে নেহার মার্কেটে ডাকাতদের হামলা নৈশ প্রহরী বাদশাহ মিয়া নিহত ও ডাকাতির প্রতিবাদে বৃহস্পতিবার পূর্ণদিবস ধর্মঘট আহ্বান করে জুয়েলার্স সমিতি।
ব্যবসায়ীরা প্রথমে জিন্দাবাজার-বারুতখানা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে তারা জিন্দাবাজার পয়েন্টে অবস্থান নেন। ফলে ওই রাস্তা দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়।
দুপুরে সমাবেশ হওয়ার কথা রয়েছে। সিলেট জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক বাবুল আহমদ জানিয়েছেন, এ সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।