সংসদ বসছে ১ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার: দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আগামী ১ সেপ্টেম্বর।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয়সংসদের অধিবেশন ডেকেছেন। ১ সেপ্টেম্বর বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে।

সম্প্রচারনীতিমালা নির্দেশনামূলকএটি আইন নয়: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: তথ্যমন্ত্রীহাসানুল হক ইনু বলেছেন, সম্প্রচার নীতিমালা দিকনির্দেশনামূলক। এটি কোনোআইন নয়। এখানে শাস্তির কোনো বিধান নেই। তাই কণ্ঠরোধের বিষয়টি সম্পূর্ণ অমূলকও কল্পনাপ্রসূত।সচিবালয়ের তথ্য অধিদপ্তরে গতকাল সোমবার জাতীয় সম্প্রচার নীতিমালা নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা বলেন।তথ্যমন্ত্রীবলেন, সম্প্রচার নীতিমালায় তথ্য মন্ত্রণালয়ের কাছে কোনো ক্ষমতা দেয়া হয়নি।সম্প্রচার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করার জন্যই এ নীতিমালা।এতে মন্ত্রণালয়ের কোনো ক্ষমতা নেই। প্রধানমন্ত্রী সব কাজ ফেলে রেখে হলেওদ্রুততম সময়ে কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন বলে তথ্যমন্ত্রী জানান।

ইনুবলেন, সম্প্রচার নীতিমালা ও কমিশন গঠন করার মাধ্যমে তথ্য মন্ত্রণালয় তারক্ষমতা ছেড়ে দিতে চাচ্ছে। তাই যারা না বুঝে সমালোচনা করছেন, তাদের বিষয়টিবোঝা উচিত। যারা এর সমালোচনা করে বলছেন, তাদের বলতে চাই,বর্তমান আইনঅনুযায়ী তথ্য মন্ত্রণালয় যথেষ্ট ক্ষমতা ভোগ করে।