র‌্যাব ভেঙে দিতে প্রধানমন্ত্রীকে চিঠি

স্টাফ রিপোর্টার: নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) ভেঙে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠিয়েছে। বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত র‌্যাবকে বেসামরিক বাহিনী হিসেবে কার্যক্রম চালানোর সুপারিশ করা হয়েছে। একই সাথে র‌্যাব থেকে সব সামরিক অফিসার ও সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। গতকাল সোমবার হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটের এক প্রতিবেদনে এই কথা জানানো হয়েছে।‘বাংলাদেশ: ডিসব্যান্ড ডেথ স্কোয়াড’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে সাত খুনের ঘটনার সাথে র‌্যাব কর্মকর্তারা যে জড়িত তা প্রমাণিত। এর সাথে মতাসীন দলের এক নেতার পে র‌্যাব কর্মকর্তারা এই চুক্তিভিত্তিকভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে। র‌্যাব যে ডেথ স্কোয়াড হিসেবে কার্যক্রম পরিচালনা করে এর মাধ্যমে তার আরেকটি উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক ব্রাড অ্যাডামস বলেছেন, বাংলাদেশ সরকার র‌্যাবকে সংস্কার ও জবাবদিহিতার আওতায় আনার অঙ্গীকার করেছিলো। কিন্তু বাস্তবে তা একেবারে ব্যর্থ হয়েছে। র‌্যাবকে এখন সংস্কারের বাইরে এবং দ্রুত এটিকে বিলুপ্ত করা উচিত।প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০০৪ সালে তৎকালীন বিএনপি সরকার র‌্যাব প্রতিষ্ঠা করে। কিন্তু পরবর্তী সময়ে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এবং ২০০৯ সাল থেকে তারপর আওয়ামী লীগ সরকার র‌্যাবকে দায়মুক্তির সাথে কাজ করার অনুমতি দিয়েছে। গত ১০ বছরে র‌্যাব নানা রকম নির্যাতন, দুর্ব্যবহার, নির্বিচারে গ্রেফতার ও অন্তত ৮০০ হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়েছে।