মেহেরপুরে পিবিএর মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের কর্মবিরতি

 

মেহেরপুর অফিস: চাকরি স্থায়ীকরণসহ ৬ দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছেন মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা। গতকাল রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন তারা। তাদের দাবি শ্রম আইন অনুযায়ী কোনো স্থায়ী প্রতিষ্ঠানে চুক্তিভিক্তিক নিয়োগ থাকবে না। অথচ দীর্ঘদিন ধরেই পল্লী বিদ্যুতের মিটার রিডার ও ম্যাসেঞ্জার পদে চুক্তিভিত্তিক নিয়োগ চলে আসছে। চুক্তির গ্যাড়াকলে পড়ে অত্র পিবিএ’র ১৯৬ জনসহ সারাদেশের কয়েক হাজার কর্মচারী ও তাদের পরিবার মানবেতর জীবন-যাপন করছেন। এই দুর্দশা থেকে মুক্তির জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা।

দাবির মধ্যে রয়েছে যৌক্তিক পরিমাণ রিডিং গ্রহণ ও বিল বিতরণ, চাকরি ছাটাই বন্ধ, নিয়োগ প্রক্রিয়া চালু, চাকরি নিয়মিত করণ, আসহায় পরিবারের দিকে সুদৃষ্টি ও চুক্তি থেকে মুক্তি। মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতিতে কর্মরত ১৯৬ জন মিটার রিডার ও ম্যাসেঞ্জার এখন থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মবিরতি চালিয়ে যাবে বলে জানিয়েছেন তারা।