মেহেরপুরে কিশোরীদের নিয়ে স্বর্ণ কিশোরী অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুরে স্বর্ণ কিশোরী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও চ্যানেল আই’র উদ্যোগে খুলনা ডিভিশন ভিত্তিক মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চ্যানেল আই ও বাংলাদেশের স্বনামধন্য উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া। উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম বিভাগের সহকারী পরিচালক জাকিয়া সুলতানা, গাইনী বিশেষজ্ঞ ডা. আব্দুস সালাম, মেহেরপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. আবুল বাশার, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনিসুজ্জামান, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, চ্যানেল আইয়ের প্রোগ্রাম প্রডিউসার মোনায়েম আহমেদ ও জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা। দু পর্বে অনুষ্ঠিত স্বর্ণ কিশোরীর প্রথম পর্বে সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৫শ ছাত্রী অংশ নেয়। এদের মধ্য থেকে পরীক্ষার মাধ্যমে ৬ জনকে মনোনীত করা হয়। এরপর উপস্থিত বক্তব্যের মাধ্যমে নবম শ্রেণির ছাত্রী তাসনিম জামান মৌলী এবং দ্বিতীয় পর্বে একই নিয়মে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী কনক চাপা স্বর্ণ কিশোরী নির্বাচিত হয়। যারা স্বর্ণ কিশোরী নির্বাচিত হয়েছে তাদেরকে বিভিন্ন উপহার সামগ্রীসহ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। পরবর্তীতে এ স্বর্ণ কিশোরীরা ঢাকার অডিশনে অংশ নেবে। সারাদেশ থেকে নির্বাচিত এমন ২০ জন স্বর্ণ কিশোরীকে নিয়ে ফাইনাল অডিশন হবে। এর মধ্য থেকে একজন স্বর্ণ কিশোরী পাবে ২ লাখ টাকা ও বিদেশ যাওয়ার সুযোগ। অনুষ্ঠানটি আগামী ৮ ফেব্রয়ারি শনিবার বিকেল ৫টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *