মেহেরপুরকে মাদকমুক্ত জেলা ঘোষণায় আলোচনাসভা : মাদক থেকে দূরে থাকুন, মাদক বিক্রেতার সন্ধান দিন

 

মেহেরপুর অফিস: ‘মাদক থেকে দূরে থাকুন, মাদক বিক্রেতার সন্ধান দিন’ এই স্লোগানে মেহেরপুর জেলাকে মাদকমুক্ত জেলা ঘোষণা উপলক্ষে আমঝুপি ইউনিয়নের শ্যামপুর বাজারে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টার দিকে আমঝুপি ইউনিয়নে শ্যামপুর ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মেহেরপুরকে মাদকমুক্ত করতে হলে সবার সহযোগিতা একান্ত কাম্য। মাদকমুক্ত না করতে পারলেও মাদক নিয়ন্ত্রিত জেলা করা সম্ভব। মাদকের ছোবল কেউটের ছোবলের থেকেও ভয়ংকর। আলোচনা শেষে পুলিশ সুপার হামিদুল আলম শ্যামপুরে মাদক নিয়ন্ত্রণ করার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করেন। আহ্বায়ক কমিটির হাতে মাদক নিয়ন্ত্রনে তৈরি পোস্টার তুলে দেন।