মরেনো ভেলি সিটি হলে কমিশনার বাংলাদেশি

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মরেনো ভেলি সিটি হলের পার্কঅ্যান্ড রিক্রিয়েশন বিভাগের কমিশনার পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি সাইফুররহমান ওসমানী। ২০১৭ সাল পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন। লস অ্যাঞ্জেলেসথেকে ৫০ মাইল দূরে মরেনো ভেলির অবস্থান। এই সিটির লোকসংখ্যা প্রায় দুই লাখ।এর মধ্যে বাংলাদেশিদের সংখ্যা প্রায় ৩০০।মরেনো ভেলি সিটি হলেরকমিশনার পদের জন্য সাইফুরসহ আরও কয়েকজন প্রার্থী ছিলেন। গত মাসে অনুষ্ঠিতমরেনো ভেলির মেয়র ও কাউন্সিলরদের এক বৈঠকে সংখ্যাগরিষ্ঠ ভোটে তিনিনির্বাচিত হন। এরপর তাকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।১৪ আগস্ট সিটিহলে সিটি ক্লার্ক জেইন হলস্টেট কমিশনার সাইফুর রহমান ওসমানীকে আনুষ্ঠানিকশপথবাক্য পাঠ করান। সাইফুর রহমান ওসমানী প্রথম বাংলাদেশি, যিনি দক্ষিণক্যালিফোর্নিয়ার মরেনো ভেলি সিটিতে কমিশনার পদে নিয়োগ পেলেন।