হামাসের জ্যেষ্ঠ তিন কমান্ডার নিহত

মাথাভাঙ্গা মনিটর: ফিলিস্তিনের ইসলামপন্থী সশস্ত্র সংগঠনহামাস দাবি করেছে,গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় তাদের তিনজনজ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন।গাজার জরুরি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় আটজন নিহত হয়েছে।ইজ্জেদিনে আল কাসেম ব্রিগেডস বলেছে,নিহত তিনকমান্ডার হলেন মোহাম্মদ আবু সামালা,রায়েদ আল আতার ও মোহাম্মদ বারহাম।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবারমিসরের সীমান্তবর্তী রাফা শহরের দক্ষিণে ওই হামলার ঘটনা ঘটে। রাফার চারতলা একটি ভবনে হামলা চালানো হয়। এর আগে গত মঙ্গলবার গাজার একটি বহুতল ভবনে চালানো হামলায় ইজ্জেদিনে আল কাসেমব্রিগেডসের শীর্ষ নেতা মোহাম্মদ দিফের স্ত্রী ও শিশুসন্তান নিহত হন। এরপরগতকাল এ হামলার ঘটনা ঘটলো।গাজার জরুরি সেবার মুখপাত্র আশরাফ আল কুর্দ বলেন, গতকাল ভোরে বিমান হামলায়আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে সাতজন রাফায় ও একজন গাজারকেন্দ্রে নাসেরিয়াত শরণার্থী শিবিরে নিহত হন।নিহত ব্যক্তিদের মধ্যে হামাসের জ্যেষ্ঠ কমান্ডাররা ছিলেন কি-না,তা তিনি নিশ্চিত করতে পারেননি।গত ৮ জুলাই শুরু হওয়া হামলায় দু হাজার ৫৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।