বেগমপুরে মা-ছেলে বিদ্যুতস্পৃষ্ট দৃশ্য দেখে পুত্রবধূ অসুস্থ

 

স্টাফ রিপোর্টার: বিদ্যুত স্পৃষ্টে মা, ছেলে আহত হয়েছে। দৃশ্য দেখে অসুস্থ হয়ে পড়েছেন পরিবারের আরো এক নারী সদস্য। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা জেলা সদরের বেগমপুর কলনীপাড়ায়। অসুস্থ তিনজনকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন রাখা হয়েছে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে সংশ্লিষ্টরা বলেছেন, বেগমপুর কলনীর জয়নাল আলীর স্ত্রী ফায়মা খাতুন বৈদ্যুতিক মোটরের সুইচ অন করতে গেলে বিদ্যুত স্পৃষ্ট হন। দৃশ্য দেখে ছুটে যায় তার ১২ বছর বয়সী কিশোর ছেলে জনি। সেই বিদ্যুত স্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়ে। মা-ছেলের এ পরিস্থিতি দেখে ফায়মা খাতুনের পুত্রবধূ সেলিনা চিৎকার দিয়ে অসুস্থ হয়ে পড়েন। তার স্বামী জাহাঙ্গীর ছুটে গিয়ে মেন সুইচ অফ করেন। এরপর তিনজনকেই উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়েছে। কিশোর জনি ছাড়া অপর দুজন আশঙ্কামুক্ত। মধ্যরাতে কিশোর জনির শারীরিক অবস্থার উন্নতি ঘটতে শুরু করে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *