বিটিভির সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বাংলাদেশ টেলিভিশনের সুবর্ণ জয়ন্তী পুরস্কার প্রতিযোগিতায় জেলা পর্যায়ের শিশু, কিশোর ও তরুণ শিল্পীদের বাছাইয়ের লক্ষ্যে ক, খ, গ ও ঘ বিভাগে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে দিনব্যাপি অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মল্লিক সাঈদ মাহবুব। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ক বিভাগের জন্য রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও উচ্চাঙ্গসঙ্গীতের জন্য আলী আশরাফ, শরীফ উদ্দিন ও শহীদুল হক বিশ্বাস। খ বিভাগের জন্য মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান, আব্দুস সালাম তারা ও সাব্বির রাহমান সানি। গ বিভাগের জন্য সাব্বির রাহমান সানি, জাহিদ হাসান শোভন, ও ইয়াসমীন বেগম। ঘ বিভাগের জন্য জেসমিন আরা, ওয়ালিউর রহমান মালিক, আলা উদ্দিন ও মরিয়ম শেলী দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মহান স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ ও আদর্শকে সমুন্নত রেখে আবহমান বাংলার চিরায়িত সংস্কৃতির প্রচার, প্রসার ও সম্প্রচারের ক্ষেত্রে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ টেলিভিশন নিরলসভাবে কাজ করে চলেছে। তারই অংশ হিসেবে আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনের সুবর্ণ জয়ন্তী ও বাংলাভাষায় টেলিভিশন সম্প্রচারের ৫০ বছর পূর্তি। যা বাংলা ভাষাপ্রেমী দেশ-বিদেশের সকল বাঙালির জন্য এ এক আনন্দের সংবাদ। দিনব্যাপি প্রতিযোগিতায় বাছাইয়ের লক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে (পল্লিগীতি, লালনগীতি, নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি, অভিনয় ও নৃত্য) মোট ২৮টি ইভেন্টে প্রায় শতাধিক প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগীয় উত্তীর্ণরা আগামী ২২ নভেম্বর খুলনায় বিভাগীয় পর্যায়ে অংশ নেবে।