বঙ্গোপসাগরে কোস্টগার্ডের সাথে বন্দুকযুদ্ধে দু জলদস্যু গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: বরগুনার পাথারঘাটা থেকে ২০ কিলোমিটার দক্ষিণেবঙ্গোপসাগরের টেকদিয়া এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড-জলদস্যুদেরমধ্যে বন্দুক যুদ্ধ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ দু জলদস্যুসহ আটক করা হয়েছেতিনজনকে। আটককৃতদের কাছ থেকে দেশীয় কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।আটককৃতরাহচ্ছে- পাথরঘাটা পৌরসভার ৩নং ওয়ার্ডের মো. চাঁন মিয়ার ছেলে মো. ইয়াসিন, পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে সুমন এবং একইউপজেলার কোড়ালিয়া গ্রামের মো. ছালামের ছেলে মো. কাওছার। এর মধ্যে সুমন ওকাওছারকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। এদের কাছ থেকে ১টি পাইপগান, ১টিইয়ারগান, ১টি শর্টগান এবং ১টি কুড়াল ও ২টি দা উদ্ধার করা হয়েছে বলেজানিয়েছেন কোস্টগার্ড।