প্রমাণ করতে না পারলে টিআইবিকে ক্ষমা চাইতে হবে

স্টাফ রিপোর্টার: বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে প্রতিবেদন প্রমাণ করতেনা পারলে টিআইবিকে তাদের প্রতিবেদন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেনশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, প্রমাণ করতে না পারলেটিআইবিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে নওগাঁ-৩আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিনের এক সিদ্ধান্ত প্রস্তাবের ওপর বক্তব্য দিয়েগিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। মঙ্গলবার টিআইবির এক প্রতিবেদনে বেসরকারিবিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষায় পাস করিয়ে দেয়া থেকে শুরু করে নানা অনিয়মেরচিত্র তুলে ধরা হয়। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, টিআইবির প্রতিবেদনেসুনির্দিষ্ট কোনো অভিযোগ ও তথ্য নেই। এ কারণে অভিযোগের কোনো ভিত্তি নেই।তাদের হাতে প্রমাণ নেই। সরকারকে বেকায়দায় ফেলতে এবং জনগণকে বিভ্রান্ত  করতেএ প্রতিবেদন দেয়া হয়েছে। তবুও এ ধরনের অভিযোগের বিষয়ে মন্ত্রণালয় তদন্তশুরু করেছে।