প্রস্তুতিসভায় সিদ্ধান্ত : হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দারকে উৎসবমুখর পরিবেশে দেয়া হবে নাগরিক সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন দশম জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে নাগরিক সংবর্ধনা দেয়া হবে। মধ্য ফেব্রুয়ারিতে সুবিধামতো সময়ে এ সংবর্ধনা দেয়া হবে। গত সোমবার বিকেলে চুয়াডাঙ্গা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারের সঞ্চালনায় চুয়াডাঙ্গার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিক সংগঠন ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সভার সঞ্চালক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার তার আহ্বানে সাড়া দিয়ে সভায় যোগদান করায় উপস্থিত সকলকে স্বাগত ও অভিনন্দন জানান। নবনির্বাচিত হুইপকে নাগরিক সংবর্ধনার উদ্যোগ নেয়ায় সভায় উপস্থিত নাগরিক সমাজের প্রতিনিধিদের পক্ষ থেকে মেয়র রিয়াজুল ইসলামকে ধন্যবাদ জানান।

সভায় সিদ্ধান্ত হয়, হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সাথে পরামর্শক্রমে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সুবিধাজনক সময়ে সংবর্ধনার দিনক্ষণ নির্ধারণ করা হবে। সংবর্ধনার স্থান হিসেবে চুয়াডাঙ্গা পৌর ভবনের বিপরীতে অবস্থিত টিঅ্যান্ডটি চত্বরকে বেছে নেয়া হয়। সংবর্ধনা উপলক্ষে  নতুনত্ব ডিজাইনের গেট, মঞ্চ ও প্রচার-প্রচারণার সিদ্ধান্ত নেয়া হয়। পৌর এলাকার যেসব সংগঠন সংবর্ধনায় অংশ নিতে আগ্রহী তাদেরকে অনুষ্ঠানের কমপক্ষে তিনদিন আগে পৌরসভায় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির কাছে তালিকাভুক্ত হতে পরামর্শ দেয়া হয়েছে। সুশৃঙ্খল ও মানসম্মতভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করা হয়।

সভায় মেয়র ও কাউন্সিলরগণ ছাড়াও উপস্থিত ছিলেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার নুরুল ইসলাম মালিক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, অরিন্দম চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উদীচীর প্রতিনিধি কাজল মাহমুদ, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি বজলুর রহমান, চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা জুয়েলারি মালিক সমিতির সভাপতি সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন, নারীনেত্রী নুঝাত পারভীন ও আসমা হেনা চুমকি, সাবেক কমিশনার মতিয়ার রহমান ও কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ পলাশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *