দামুড়হুদায় ভারতীয় মদ ও ফেনসিডিলসহ ছয়ঘরিয়ার পিন্টু আটক

 

দর্শনা অফিস: দামুড়হুদার বাড়াদী বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও মদসহ আটক করেছে ছয়ঘরিয়া গ্রামের পিন্টু নামের এক মাদককারবারিকে। পিন্টুর বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গত মঙ্গলবার রাত ১টার দিকে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বাড়াদী বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কালাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান ইউনিয়নের কামারপাড়া সুইচগেট নামকস্থানে। বিজিপির পক্ষ থেকে বলা হয়েছে সুইচগেট এলাকা থেকে ইউনিয়নের ছয়ঘরিয়ার জালাল মণ্ডলের ছেলে পিন্টুকে (২৮) আটক করা হয়। আটককৃত পিন্টুর দেহ তল্লাশি করে বিজিবি সদস্যরা উদ্ধার করেছে ৩০ বোতল ভারতীয় মদ ও ১ বোতল ফেনসিডিল। এ ঘটনায় গতকাল বুধবার নায়েব সুবেদার আবুল কালাম বাদী হয়ে নাস্তিপুরের লোকমানের ছেলে নওশাদকে পালাতক আসামি করে আটককৃত পিন্টুর বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।