ওরাও বাঁচতে চায় সংগঠনের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় বড়বলদিয়ার নিহত ও আহতদের পরিবারের মাঝে অনুদান প্রদান

 

দর্শনা অফিস: ২৬ মার্চ দামুড়হুদার জয়রামপুর বটতলায় স্বরণকালে সর্ববৃহত্তর সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জন ও আহত ১২ জনের পরিবারের সদস্যদের হাতে নগদ টাকা ও সেলাই মেশিন ও চাল দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বড়বলদিয়া স্কুলমাঠে আনুষ্ঠানিকভাবে এ অনুদান প্রদান করা হয়। ‘ওরাও বাঁচতে চাই’ সংগঠনের সভাপতি ফয়সাল বীন আসহাব উৎসবের সভাপতিত্বে অনুদান প্রদান সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাড তছিরুল আলম মালিক ডিউক। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আ.লীগের সভাপতি বরকত আলী, ওরাও বাঁচতে চাই সংগঠনের সাধারণ সম্পাদক ইউপি সদস্য হযরত আলী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক হানিফ মণ্ডল, আওয়াল হোসেন, কিবরিয়া আজম, আশাদুল প্রমুখ। এ সময় ওরাও বাঁচতে চায় সংগঠনের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহসভাপতি শাহিন রেজা, ইসতিয়াক আহম্মেদ, ওয়াজিদ সানি, সাধারণ সম্পাদক সায়েদুল মুরসালিন মালিক আকাশ, যুগ্ম সম্পাদক সাহারিয়া আজমির ইমন, জনি হোসাইন, আবিদুল হাসান লিখন, তানভির উচ্ছাস, প্রচার প্রম্পাদক রনি বিশ্বাস, প্রন্থ ও  প্রকশানা সম্পাদক ফাহিম, সাংস্কৃতিক সম্পাদক নাফিজা সিদ্দিকা, অর্থ বিষয়ক সম্পাদক সুদিপ সাহা, ক্রীড়া সম্পাদক নিরব, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক সাকিব রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাব্বির আহম্মেদ, মহিলা বিষয়ক সম্পাদক দোলন রহমান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সান প্রমুখ। আলোচনা শেষে নিহত প্রতিটি পরিবারের মাঝে নগদ ৯ হাজার টাকা, একটি করে সেলাই মেশিন ও ১ বস্তা চাল ও আহত পরিবারের মাঝে সাড়ে ৪ হাজার টাকা ও এক বস্তা চাল প্রদান করা হয়েছে।