তিতুদহের খাড়াগোদায় গ্রামবাসীর বাধায় রাস্তার কাজ বন্ধ

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের খাড়াগোদা গ্রামে নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ করায় গ্রামবাসী বন্ধ করে দিয়েছে রাস্তা নির্মাণের কাজ। সিডিউল মোতাবেক কাজ করার দাবি জানিয়েছে তারা।

গ্রামবাসী জানায়, সম্প্রতি অবহেলিত চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা গ্রামের কামালের বাড়ি থেকে ছানোয়ার মেম্বারের বাড়ি পর্যন্ত ৩০৪ ফিট হেরিং করার জন্য দায়িত্ব পান চুয়াডাঙ্গার জনৈক ঠিকাদার। ঠিকাদার ওই রাস্তায় তিন নম্বর ইট দিয়ে হেরিঙের কাজ শুরু করে। বিষয়টি দৃষ্টিকটু হলে গ্রামবাসী সিডিউল মোতাবেক কাজ করার জন্য ঠিকাদারকে বলেন। কিন্তু ঠিকাদার গ্রামবাসীর দাবি উপেক্ষা করে নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ করতে গেলে গ্রামবাসী ওই কাজ বন্ধ করে দেয়। গ্রামবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সিডিউল মোতাবেক রাস্তার কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছে।