চুয়াডাঙ্গার সাতগাড়ি দোকান মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন উজ্জ্বল হোসেন সভাপতি মফিজুর রহমান শারিন সম্পাদক

স্টাফ রিপোর্টার: ভোটার সংখ্যা টেনে টুনে শ’ খানেক হলেও নির্বাচনী আমেজ ছিলো জমজমাট। পোস্টার লিফলেটে ভরা ছিলো গোটা সাতগাড়ি মোড়। এ মোড়েরই দোকান মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় গতকাল শুক্রবার। এদিনে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত গোপন ব্যালটে ভোটগ্রহণ করা হয়।

নির্বাচনে সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে ডা. উজ্জ্বল হোসেন ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর দুজনের মধ্যে সবুজ পেয়েছেন ৩১ ভোট ও মিজা পেয়েছেন ১০ ভোট। সাধারণ সম্পাদক পদে দুজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে মফিজুর রহমান শারিন ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কবির পেয়েছেন ৩৪ ভোট। এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহসভাপতি পদে মহাসিন হোসেন মোমিয়া, সহসম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক রমজান আলী বিশ্বাস, কোষাধ্যক্ষ সুরোত মল্লিক, ধর্ম বিষয়ক সম্পাদক আজমুল হক আজলু, দফতর সম্পাদক পদে আলীম ও প্রচার সম্পাদক পদে বাপ্পি মিয়া।

নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন পরিদর্শন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পৌর কাউন্সিলর আরিফুল ইসলাম লিটু, আমিনুল ইসলাম, নাজমুল কবির। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কমিটিতে ছিলেন জামাল উদ্দীন, মজনুল হক পচা, আব্দুল লতিফ মাস্টার, আব্দুল জব্বার সেন্টু ও রবিউল ইসলাম।

বেশ কয়েকদিন ধরে নির্বাচনী প্রচার পোস্টার লিফলেট ছেপে প্রচার চালিয়ে সাতগাড়ি মোড়ের দোকান মালিকদের মধ্যে নির্বাচনী আমেজ ফুটিয়ে তোলা হয়। জাতীয় নির্বাচন যখন নিরুত্তাপ, তখন ছোট্ট একটি মোড়ের শ খানেক দোকানির নির্বাচন ছিলো উৎসবমুখর।