ঝিনাইদহে বাংলাদেশ ডিজিটাল উদ্যোক্তা ফোরামের কমিটি গঠন : অনুপ সভাপতি মোক্তার সম্পাদক

 

মহেশপুর প্রতিনিধি: বাংলাদেশ ডিজিটাল উদ্যোক্তা ফোরাম ঝিনাইদহ জেলা কমিটি গঠন করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছে অনুপ কুমার অধিকারী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোক্তার হোসেন। গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলা মিলনায়তনে মাগুরা জেলা কমিটির সভাপতি মুফতি মাহমুদ খান মুক্তির সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা অনুপ কুমার অধিকারীকে সভাপতি ও কালীগঞ্জ কাষ্টভাঙ্গা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোক্তার হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মুসাইদুল ইসলাম, সহসভাপতি মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জাহিদুল ইসলাম, সহসম্পাদক মারুফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, মহেশপুর উপজেলার যাদবপুর ইউডিসির সহসাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ, দফতর সম্পাদক মুজিবুল হক, প্রচার সম্পাদক খমিনুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক রেশমা খাতুন, নির্বাহী সদস্য আবু দাউদ, মিনহাজুল ইসলাম, আশরাফ আলী, তাসমিন নাহার রানী প্রমুখ। আলোচনাসভায় জেলার ৬৫টি ইউডিসির উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। নবগঠিত এই কমিটিতে স্বাগত জানিয়েছেন ঝিনাইদহের বিভিন্ন মহল।